Logo
Logo
×

সারাদেশ

‘তাদের বক্তব্য শুনলে মনে হয় ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে’

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম

‘তাদের বক্তব্য শুনলে মনে হয় ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য শুনলে মনে হয় তাদের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম নিয়েছে। তারা বলে জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান- এগুলো সব মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক নির্বাচন দেখতে চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। 

শুক্রবার বিকালে লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে- জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবে। সেই জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে। এর জন্যই চব্বিশের অভ্যুত্থান হয়েছে। 

তিনি আরও বলেন, মানুষ পরিবর্তন চায়, আমরা জনগণের শাসন চাই। বিমানবন্দর বানানোর কাজ অন্তর্বর্তী সরকারের না, বাংলাদেশ সিঙ্গাপুর বানানোর কাজ না, তাদের কাজ হচ্ছে বাংলাদেশ যাতে ভবিষ্যতে সিঙ্গাপুর হতে পারে, মানুষের কর্মস্থল হতে পারে, আইনশৃঙ্খলা ঠিক থাকবে এসব কাজ।

লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে ও জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। 

মুন্সীগঞ্জ আসাদুজ্জামান রিপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম