Logo
Logo
×

সারাদেশ

ভাগিনার হাতে মামা খুন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:২৫ পিএম

ভাগিনার হাতে মামা খুন

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সুরুজ আলী (৫২) নামে এক ব্যক্তি ভাগিনার সঙ্গে হাতাহাতির পর প্রাণ হারিয়েছেন। সুরুজ নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যতদূর শুনেছি- ভাগিনার সঙ্গে জমি নিয়ে বিরোধে হাতাহাতির পর সুরুজ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর ভাগিনা পালিয়েছেন। তবে তার নাম এবং সঠিক পরিচয় এখনো জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম