Logo
Logo
×

সারাদেশ

১০ মণ জাটকা ইলিশসহ জব্দ ট্রলার

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

১০ মণ জাটকা ইলিশসহ জব্দ ট্রলার

শরীয়তপুরের ডামুড্যায় ১০ মণ জাটকাসহ (৯ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) একটি ট্রলার জব্দ করেছেন উপজেলা মৎস্য বিভাগ। শনিবার সকালে ডামুড্যা বন্দরের মাতারমার ব্রিজ সংলগ্ন জয়ন্তী নদী থেকে জাটকাসহ নৌযানটি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ট্রলারযোগে ডামুড্যায় জাটকা যাচ্ছে এমন খবরে শুক্রবার রাত ৩টা থেকে জয়ন্তী নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। শনিবার সকাল ৫টার দিকে নদীতে থাকা একটি ট্রলার দেখে সন্দেহ হলে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রালারটিতে থাকা ১০ মণ জাটকা জব্দ করা হয়।

অবৈধভাবে ধরা এসব জাটকা ডামুড্যার বিভিন্ন বাজারে বিক্রির জন্য আনা হয়েছে বলে মনে করেন মৎস্য বিভাগ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল কাসেম বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে জাটকাগুলো ধরা হয়েছিল। জাটকাগুলো জব্দ করে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

শরিয়তপুর ডামুড্যা জাটকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম