Logo
Logo
×

সারাদেশ

কসবায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

Icon

ব্রা‏হ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

কসবায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টা দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে ট্রাক চালক আকাশ মিয়া ও ট্রাকের যাত্রী কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, যাত্রী নিয়ে কুমিল্লা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় একটি বাস। আর কয়লা নিয়ে সিলেট থেকে আসছিল ট্রাক। যান দুটি কসবার শান্তিপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যান দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুই যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা আমির হোসেন। গুরুতর আহত হন ট্রাক চালক আকাশ মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় আনার পথে তিনি মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুনুর রহমান বলেন, ‘ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর একজন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।’

কসবা সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম