Logo
Logo
×

সারাদেশ

পাগলা মসজিদে বেনামি চিরকুট

জামায়াতকে ক্ষমতায় দেখার আকুতি জানিয়ে চিরকুট

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

জামায়াতকে ক্ষমতায় দেখার আকুতি জানিয়ে চিরকুট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে দেশি-বিদেশি মুদ্রা, রৌপ্য ও স্বর্ণালংকারের ভিড়ে পাওয়া এক চিরকুটে মিলল জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখার রাজনৈতিক অভিলাষ ব্যক্ত করা এক অদৃষ্টবাদির বেনামি আকুতি। 

ও-ই চিরকুটে লেখা ছিল, ‘হে আল্লাহ, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। এটাই আমাদের মুসলিমদের চাওয়া, জামায়াতে ইসলাম, আমিন।’

এর আগে শনিবার সকাল ৭টার দিকে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এসব দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের সঙ্গে অসংখ্য চিরকুটের ভিড়ে ওই বেনামি চিরকুটটি পাওয়া যায়। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে শনিবার সকালে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। 

জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের আগেও পাগলা মসজিদের দানবাক্সের টাকার সঙ্গে এমন মনস্কামনা পূরণের আকাঙ্ক্ষা সম্বলিত অসংখ্য চিরকুট পাওয়ার নজির রয়েছে।

গত বছরের ১৭ আগস্টেও দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম-পরিচয়হীন একজন লিখেছিলেন, ‘আল্লাহ, শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন।’ 

সেই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল।

জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ এমনকি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের আস্থা ও বিশ্বাসের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান। 

তিনি আরও বলেন, তাদের মানত ও দানের অর্থ দিয়ে মসজিদটিকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে। যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি জামাতে আদায় করতে পারবেন।

পাগলা মসজিদ দানবাক্স চিরকুট জামায়াত ক্ষমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম