Logo
Logo
×

সারাদেশ

কুতুবদিয়া-মগনামা চ্যানেল পাড়ি ১৫ সাঁতারুর

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম

কুতুবদিয়া-মগনামা চ্যানেল পাড়ি ১৫ সাঁতারুর

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিংয়ের উদ্যোগে বঙ্গোপসাগরের কুতুবদিয়া-মগনামার সাড়ে ৫ কিলোমিটারের চ্যানেল পাড়ি দিলেন ১৫ জনের একটি সাঁতারু দল। তাদের মধ্যে ১২ জন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেওয়াসহ বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে সাঁতার শুরু করেন তারা। 

এ সময় তাদের নিরাপত্তা ও উদ্ধার কাজে ব্যবহৃত হয় ৭টি ইঞ্জিন চালিত বোট।

প্রতিযোগীতায় এক ঘণ্টা ১০ মিনিটে চ্যানেলের ওপারের কুতুবদিয়া জেটি ঘাঁটে পৌঁছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল। রাসেল ২০২১ সালে টেকনাফ-সেন্টমার্টিন ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তার বাড়ি বরগুনা জেলায়। 

অন্য ১৪ জনের মধ্যে পাবনার জামিল হাসান, ঢাকার শহিদুল্লাহ প্রান্তিক, নেত্রকোনার হাবিবুর রহমান, শরিয়তপুরের জিহাদ হোসাইন, বরিশালের মো. শরিফ ফয়সাল, ঢাকার নাসির আহমের সৌরভ, দিনাজপুরের শাখাওয়াত হোসাইন সাকিব ও চট্টগ্রামের মো. ফয়সাল জিয়া, চাঁদপুরের মো. মাহমুদুল হাসান, বগুড়ার জাহেদুল ইসলাম জাহিদ, রাজশাহীর এস এম শাহরিয়ার মাহমুদ, ঢাকার শাহনেওয়াজ বাবু, কক্সবাজারের মো. আবদুল মতিন, হবিগঞ্জের আলী রওনক সৌরভ। 

কুতুবদিয়া মগনামা চ্যানেল সাতাঁর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম