Logo
Logo
×

সারাদেশ

যুবককে মারধর করা সেই কৃষক দল নেতার পদ স্থগিত

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

যুবককে মারধর করা সেই কৃষক দল নেতার পদ স্থগিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের পদ স্থগিত করেছে জেলা কমিটি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দলের সব নেতাকর্মীদের তার সঙ্গে সবপর্যায়ে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল উন্মুক্ত লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাকে জনসম্মুখে অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করেন জালাল উদ্দিন। এ ঘটনায়ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষক।

এছাড়া গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশিদুল হাসানকে কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন জালাল উদ্দিন।

ঝিনাইদহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম