ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাবেক ব্যাংক কর্মকর্তা একেএম আলমাস (৫০) টুকনিখোলা গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিকভাবে বিপর্যস্ত আলমাসের লাশ সকালে নিজ বাড়ির ওঠানে জাম্বুরা গাছে ঝুলছিল। লাশটি পথচারীদের নজরে এলে পরিবারের লোকজনকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
দেলদুয়ার থানা ওসি মো. সোহেব খান বলেন, গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
