Logo
Logo
×

সারাদেশ

উত্তাল তেঁতুলিয়া নদী থেকে ১৪ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম

উত্তাল তেঁতুলিয়া নদী থেকে ১৪ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

পটুয়াখালীর দশমিনায় বনভোজনে গিয়ে উত্তাল তেঁতুলিয়ার মাঝনদীতে আটকে পড়া ১৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে শনিবার রাতে তেঁতুলিয়া নদী থেকে তাদের উদ্ধার করে নৌ-পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন উপজেলার দশমিনা সদর ইউনিয়নের উত্তর আরজবেগী যুব সমাজের ব্যানারে চরবোরহান ইউনিয়নের চর শাহজালালে বনভোজনে যান নানান বয়সের ১৪ জন শিক্ষার্থী। ফেরার পথে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায় ও ট্রলারে পানি উঠতে থাকায় ওই শিক্ষার্থীরা প্রাণে বাঁচতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন।

খবর পেয়ে দশমিনা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফেরদাউস আহম্মেদ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ উত্তাল তেঁতুলিয়ার মাঝনদী থেকে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, ওই সময় তেঁতুলিয়া নদী অনেকটা উত্তাল ছিল। ফলে আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারে কিছুটা বেগ পেতে হয়। পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে এনে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম