Logo
Logo
×

সারাদেশ

অগ্নিকাণ্ডে প্যারালাইজড যুবকের মৃত্যু

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম

অগ্নিকাণ্ডে প্যারালাইজড যুবকের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে বসতঘরে আটকা পড়ে সুমন কর্মকার নামে প্যারালাইজড আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া বাজারের কালিগঞ্জ রোডে নিজের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত সুমন কর্মকার (৪০) ওই এলাকার মৃত দীলিপ কর্মকারের ছেলে।

প্রতিবেশীরা জানান, সুমন কর্মকার দীর্ঘ ৭ বছর যাবত প্যারালাইজড হয়ে বাড়িতে পড়ে আছেন। চলাচলে অক্ষম সুমন তার মা কাকলি কর্মকারের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে কাকলি রায় বাড়ির বাইরে গেলে সুমন ওই ঘরের মধ্যে শুয়েছিলেন। এ অবস্থায় ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দগ্ধ হয়ে মারা যান সুমন কর্মকার।

শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। দ্রুত আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ঘরের মধ্যে একজন পুড়ে মারা যান।

মাগুরা শালিখা থানার ওসি অলি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাগুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম