Logo
Logo
×

সারাদেশ

যশোর রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

যশোর রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত

যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

লাইনচ্যুতির এক ঘণ্টা পর বগিটি বিচ্ছিন্ন করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যায়। পরে সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত বগিটি রেললাইনে থাকায় রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বগিটি সরিয়ে নেওয়ার পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

যশোর ট্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম