Logo
Logo
×

সারাদেশ

সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাপ দিলেন বৃদ্ধ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০২ পিএম

সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাপ দিলেন বৃদ্ধ

রাজশাহীর বাঘায় সকাল থেকে স্টেশনে বসে ছিলেন রুহুল আমিন নামে এক বৃদ্ধ। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেন আসতেই নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রুহুল আমিন (৬০) বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন মাস্টারের ট্রেন আসছে ঘোষণা শুনে তিনি পূর্বপ্রান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাপ দেন। দ্বিখণ্ডিত ঘটনাস্থলে তিনি মারা যান।

তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, আড়ানী স্টেশনে এ ধরনের একটি ঘটনা ঘটেছে।

রাজশাহী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম