Logo
Logo
×

সারাদেশ

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম

চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মনিরামপুরে চড়ক পূজা করতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে দেব প্রসাদ দেবু (৪৩) নামের এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার পৌর এলাকার তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

দেবু ওই গ্রামের অজিদ দাসের ছেলে।

স্বজনরা জানান, দেব প্রসাদ দেবু এবার চড়ক পূজায় সন্ন্যাসী হয়েছিলেন। এদিন নিজেদের বাড়িতে পূজার অংশ হিসেবে গাছে উঠেন দেবু। খেজুর উঠার পর হঠাৎ করেই নিচে পড়ে যান দেবু। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবুর বন্ধু হাবিবুর রহমান জানান, সম্প্রতি প্রবাসীর জীবন কাটিয়ে বাড়িতে ফিরে ব্যবসা শুরু করেন দেবু। প্রতি বছর দেবু চড়ক পূজার সন্ন্যাসী হতেন। এবারও তিনি সন্ন্যাসীর হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন রশিদ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়।

থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, খেজুর গাছ হতে পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম