Logo
Logo
×

সারাদেশ

স্ত্রী হত্যা মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনতা

Icon

বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পিএম

স্ত্রী হত্যা মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলে জনতা

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছাড়া ইউনিয়নের মিনু আক্তার হত্যা মামলার প্রধান আসামি স্বামী ফরিদুল আলমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে দেওয়া হয়।

ফরিদুল উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির মৃত দুধু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে দিয়েছে। তিনি বর্তমানে অসুস্থ। সুস্থ হলে কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে মিনুকে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে পারিবারিকভাবে ফরিদুল ও মিনুর বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ব্যবসার কারণে প্রায়শ চট্টগ্রাম শহরে থাকতেন ফরিদুল। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। পারিবারিক বিভিন্ন ইস্যুতে তাদের দুজনের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন ফরিদুল। পরে ঘুমন্ত স্ত্রী মিনুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই মিনুর মৃত্যু হয়।

এ ঘটনায় মিনুর ভাই নাছির উদ্দিন বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম