Logo
Logo
×

সারাদেশ

ট্রাকের টায়ার বিস্ফোরণে নিহত নারী

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

ট্রাকের টায়ার বিস্ফোরণে নিহত নারী

সাভারের আশুলিয়ায় চলন্ত ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়ে টায়ারের আঘাতে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে  আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার বিকাল ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের হাকিম মার্কেট এলাকায় টায়ার বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন তিনি।

নিহত রিতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়ার খোকসা থানা এলাকার লিটন জোয়ার্দ্দারের স্ত্রী। তিনি পরিবারসহ আশুলিয়ার হাকিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের স্বজনরা জানান, ভাইয়ের মেয়ে অসুস্থ থাকায় ওষুধ কিনতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বের হন রিতা। ওষুধ কেনার জন্য ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি সিমেন্টবাহী ট্রাক। তখন ট্রাকটির চাকার টায়ার বিস্ফোরিত হয়। এ সময় টায়ারের একটি অংশ ছুটে  রিতার মাথায় লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, ট্রাকটি ক্রাউন সিমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের। বিস্ফোরণের পর স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। পরবর্তীতে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ট্রাকটিকে ছেড়ে দেওয়া হয়।

আশুলিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম