Logo
Logo
×

সারাদেশ

প্রেমিকের সঙ্গে অভিমান করে বিধবার আত্মহত্যা

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

প্রেমিকের সঙ্গে অভিমান করে বিধবার আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে অভিমান করে কীটনাশক (গ্যাসবড়ি) খেয়ে  মরিয়ম (৪০) নামের এক বিধাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার চাঁন্দাশ ইউপির লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন আগে লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল হালিম গেদুর স্ত্রীর সঙ্গে একই গ্রামের লতিফর রহমানের ছেলে আব্দুল হান্নানের পরকীয়া সম্পর্ক হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকে মরিয়ম; কিন্তু নানা বাহানায় হান্নান তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। এতে প্রেমিকের ওপর অভিমান করে সোমবার বিকালে গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মৃত আব্দুল হালিম গেদুর ভাই ছলিম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আব্দুল হান্নানকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। 

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম