Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্য রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম গণমাধ্যম জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে। 

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, রাতে আগুন লাগার খবর পাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম