Logo
Logo
×

সারাদেশ

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার এলাকাবাসীর মাধ্যমে খবর মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি প্লাস ও ১টি রেঞ্জ উদ্ধার করা হয়।

সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত আকাশ (৩০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৯নং ওয়ার্ড বন্দরে মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, গত সোমবার রাতে অজ্ঞাতনামা চোরের দল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে আসে। এ সময় চোরেরা বিদ্যুৎ খুঁটির উপর থেকে ট্রান্সফরমার চুরি করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ নামে একজন ঘটনাস্থলেই মারা গেলে অন্যরা কৌশলে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম