Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম

রাজশাহীতে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরানো হয়েছে। ঘটনাস্থলে সেনা সদস্যরাও ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম