Logo
Logo
×

সারাদেশ

পদত্যাগ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

পদত্যাগ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করায় কাজী ফজলে এলাহী (২৪) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, বিতর্কিত কমিটির জেরে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন। আর এতে ক্ষুব্ধ হয়ে নতুন কমিটির সভাপতি জহিরুল ইসলাম সাইমুন (২৯) ও সাধারণ সম্পাদক অরুপ মজুমদার (২৭)। তাদের নেতৃত্বে তাকে মারধর করা হয়।

সোমবার বিকালে মুজিব কলেজ ক্যাম্পাস ও কেটিএম হাট এলাকায় দুদফায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে।

ভুক্তভোগী ফজলে এলাহী উপজেলার চর পার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ফজলে এলাহী অভিযোগ করে বলেন, ‘গত ২৩ মার্চ ছাত্রদলের সরকারি মুজিব কলেজ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে বিবাহিত, অছাত্র, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিতর্কিতদের নাম ছিল। এর প্রতিবাদে কমিটি ঘোষণার পরদিন আমিসহ ওই কমিটির ছয়জন পদত্যাগ করে। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে সভাপতি সাইমুন ও সম্পাদক অরুপ মজুমদারের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করি আমি। এতে তারা আরও ক্ষিপ্ত হয়। কলেজ থেকে বাড়ি যাবার পথে কেটিএম হাট এলাকায় পুনরায় আমার ওপর হামলা চালানো হয়।’

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা  করেছেন। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম