Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল নেতা হত্যায় মামলায় বিএনপি ও যুবদল নেতা গ্রেফতার

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম

ছাত্রদল নেতা হত্যায় মামলায় বিএনপি ও যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে ভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) ও উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫)।

মঙ্গলবার দুপুরের এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে তোলা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়, এজাহারনামীয় ৪ নম্বর আসামি যুবদলের আহ্বায়ক জহুরুলকে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেক র‌্যাব-২ ও মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে ২৫ নম্বর আসামি বিএনপি নেতা জামাল মীরকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিকালে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় গত ২২ মার্চ নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেন। সেই মামলায় উপজেলা থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ শিকদারসহ ২৮ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও ৮০ থেকে ৯০ জনকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম