Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের স্বজনদের দাবি, পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের আব্দুর রবের চাতালে এ ঘটনা ঘটে।

মৃত ব্যবসায়ী মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে। নিজ গ্রামেই মুদি দোকান ছিল তার।

স্থানীয়রা জানান, মোহাম্মদের মুদি দোকান থেকে বাকিতে মালামাল নিতো একই গ্রামের আশকর আলীর ছেলে আসাদুল। দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকেন তিনি। সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আশাদুলের সঙ্গে দেখা হলে পাওনা টাকা চান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের ওপর চড়াও হন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির সময় আসাদুলের মারধরে আহত হন মোহাম্মদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।’

ঝিনাইদহ খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম