
যশোরের চৌগাছায় মফিজুর রহমান খান নামে এক কৃষকের দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতের যে কোনো এক সময় উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টঙ্গুরপুর মাঠে থাকা গাছগুলো কেটে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এতে তার ৫ থেকে
৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
মফিজুর রহমান জানান, ২০০ টাকা করে মাল্টা
চারা কিনে দুই বছর আগে নিজের দুই বিঘা জমিতে রোপণ করেন তিনি। দুই বছর ধরে তিনি গাছগুলোর
পরিচর্যা করে আসছেন। গাছগুলোতে ফল আসার পর্যায়ে চলে গিয়েছিল। চলতি মৌসুমে না হলেও পরের
মৌসুমে গাছগুলো থেকে ফল আসতো। এছাড়া একই জমিতে সাথি ফসল হিসেবে পেয়ারা গাছও লাগান।
সেগুলোতে পেয়ারা আসা শুরু করেছে।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে খেতে এসে দেখি
মাল্টা ও পেয়ারা গাছ কেটে ফেলে রাখা রয়েছে। মাল্টা গাছই তাদের লক্ষ্য ছিল। রাতের আধাঁরে
কাটাই দুর্বৃত্তরা কিছু পেয়ারা গাছও কেটেছে।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির
হুসাইন বলেন, ‘দুই বছর ধরে পরিচর্যা করা গাছগুলো ফল দেওয়ার সম্ভাবনা ছিল। এতে কৃষকের
অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।’
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন,
‘খেতের গাছ কেটে দেওয়া খুবই খারাপ কাজ। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া
হবে।’