Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে এসএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ১৩৮

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পিএম

জয়পুরহাটে এসএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ১৩৮

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে জয়পুরহাটে অনুপস্থিত ১৩৮ পরীক্ষার্থী। তবে এ দিন জেলাটিতে পরীক্ষা দেওয়া কোনো শিক্ষার্থী অসাদু উপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হননি।

মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এসব তথ্য জানান।

মিজানুর রহমান জানান, তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দেয়নি ৬৭ জন। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫২ পরীক্ষার্থী। আর কারিগরি বোর্ডের ভোকেশনাল পরীক্ষার গণিত দ্বিতীয় পত্রে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মোট অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৬৭ জন ছাত্রী ও ৭১ জন ছাত্র বলেও জানান তিনি।

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় ৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার জেলা থেকে মোট ১২ হাজার ৬০৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম