Logo
Logo
×

সারাদেশ

চোরাচালান-মানবপাচারকারী কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র সচিব

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম

চোরাচালান-মানবপাচারকারী কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র সচিব

চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নাসিমুল গনি। তিনি বলেছেন, চোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে আমরা নোট নিচ্ছি; কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু থানায় আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন।

স্বরাষ্ট্র সচিব বলেন, রামু এলাকায় সম্প্রতি যেসব অস্ত্র উদ্ধার অভিযান হয়েছে। তা সরকারের কঠোর অবস্থানেরই প্রমাণ। মানবপাচার একটি জাতীয় সমস্যা। এটা রুখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের বাহিনী এমনভাবে গড়ে উঠুক, যেন তারা জনগণের আস্থা অর্জন করতে পারে। সরকার এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ সময় রামু থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম