Logo
Logo
×

সারাদেশ

আগাম বন্যার আশঙ্কায় হাওড়ের ধান কাটতে অনুরোধ, ছুটি বাতিল

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

আগাম বন্যার আশঙ্কায় হাওড়ের ধান কাটতে অনুরোধ, ছুটি বাতিল

আগামী ১৮ এপ্রিল থেকে ভারতের উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগাম বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কায় দ্রুত হাওড়ের পাকা ধান কাটতে কৃষকদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গণমাধ্যমকে জানান, আমরা আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের একটি তথ্য পেয়েছি- আগামী ১৮ এপ্রিল থেকে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি সুনামগঞ্জের অভ্যন্তরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদ-নদী পানি বৃদ্ধির পাশাপাশি হাওরের অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে আতঙ্কিত না হয়ে আমরা কৃষকদের বলব হাওড়ে পাকা ধান যেন কালবিলম্ব না করে কেটে ফেলেন। ধান কাটতে গিয়ে শ্রমিকের সংকট দেখা দিলে জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি। এছাড়াও কৃষি বিভাগ কৃষকদের সেবায় সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ফসলরক্ষা বাঁধে নজরদারি বাড়াতে প্রত্যেক পিআইসিদের নির্দেশনা দেওয়া আছে। সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জে বোরো ধান ঘরে তুলার আগপর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও  কৃষি বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিল। এ সময়টাতে কোনো সরকারি কর্মকর্তারা ছুটিতে যেতে পারবেন না।

প্রেস ব্রিফিং অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফা ইকবাল আজাদ প্রমুখ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ ব্রিফিংয়ে জানান, হাওড়ে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ হাজার ৩২০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষকদের ধান কাটায় ৭৩ হাজার শ্রমিকের পাশাপাশি ১৬০টি কম্বাইন হারভেস্টার ও ১৫টি রিপার মাঠে রয়েছে। এবার জেলায় ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন। এই ধানের বর্তমান বাজারদর ৫ হাজার ২০০ কোটি টাকা।

তিনি বলেন, মাঠের অবস্থা ভালো। ধান কাটা ও গোলায় তোলায় সহযোগিতার জন্য জেলার কৃষি বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার ব্রিফিংয়ে বলেন, ১৫ থেকে ২১ এপ্রিল সুনামগঞ্জ এবং জেলার উজানে ভারতের মেঘালয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এবার সুনামগঞ্জে অকালবন্যা ও পাহাড়ি ঢলের কবল থেকে বোরো ফসল রক্ষায় ৫০টি হাওড়ে ৬৮৭টি প্রকল্পে ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছে। এতে প্রাক্কলন ছিল ১২৭ কোটি টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম