মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম
-Photo--67fe8df3cc6f7.jpg)
কুড়িগ্রামের রৌমারীতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী ও যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাশেম (৫০) ও তার পুত্র তাহমীদ আরমান জীমকে (১৮) পিটিয়ে আহত করলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তার অনুসারীরা। বৈশাখী মেলায় অশ্লীল নাচ-গানের ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৭টায় রৌমারী সদর ইউনিয়নের মির্জপাড়া বৈশাখী মেলা চত্বরে।
এ ঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিত পরিবার।
পুলিশ ও নির্যাতিত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ট্রাক্টরের (কাঁকড়া) মাধ্যমে বহন করে আসছে। এ কারণে সরকারি পাকা-কাঁচা রাস্তা নষ্টসহ অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে। এতে কলেজ শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ঘটে। এ নিয়ে প্রভাষক আবুল হাশেম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবৈধ ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে আসছে এবং তার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলে বাধা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক্টর সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ। প্রভাষককে নানাভাবে হুমকি-ধমকিও দিত আজিজ।
আহত প্রভাষক আবুল হাশেম বলেন, আমি আমার ছেলেকে নিয়ে রৌমারী বাজারে যাচ্ছিলাম। এ সময় মেলার পেন্ডেল থেকে অশালীন গান ও অশ্লীল-নাচ দেখতে পাই এবং ওই মঞ্চের নাচ-গানের ভিডিও তুলছিল আমার ছেলে তাহমীদ আরমান জীম। ভিডিও তোলা দেখে বিএনপি নেতা আব্দুল আজিজ ক্ষেপে যান এবং মাইকে পেটানোর ঘোষণা দেন। তার নির্দেশেই ৪০-৫০ জন ছেলে চড়াও হয় এবং এলোপাতাড়ি মারপিট করতে থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
সাবেক বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, ছবি তুলতে গেলে এ ঘটনা ঘটিয়েছি।
বাংলাদেশ জামায়াতে ইসলাম রৌমারী উপজেলা শাখার আমির হায়দার আলী বলেন, বিএনপি নেতার এহেন আচরণে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।