এক কেন্দ্রে ২৩ জন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম

ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরকান্দা উপজেলার সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। অসদুপায় অবলম্বন করার দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনওর নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।