Logo
Logo
×

সারাদেশ

জামায়াতের দাওয়াতি কর্মসূচিকে সমর্থন ১২ হিন্দু পরিবারের

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম

জামায়াতের দাওয়াতি কর্মসূচিকে সমর্থন ১২ হিন্দু পরিবারের

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি কর্মসূচি পরিচালিত হয়েছে। এ দাওয়াতে সাড়া দিয়ে ১২ হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছেন।

সোমবার দুপুরে উপজেলার হিজলগাড়ী মসজিদে এ কর্মসূচি শুরু হয় এবং শেষ হয় রাতে কুমোরপাড়ায় গিয়ে। এ সময় কুমোরপাড়ার বেশ কিছু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জামায়াতে ইসলামীর দাওয়াত প্রদান করা হলে ১২ হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বেশ কয়েকজন জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির কর্মসূচির প্রতি সমর্থন জানান।

জামায়াতের সদ্য সমর্থন করা নবানু পাল বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি; কিন্তু সম্প্রতি জামায়াতে ইসলামীর এক ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকাপয়সা ছাড়াই। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতের কর্মসূচিকে সমর্থন করেছি।

দাওয়াতি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক ও বিশেষ অতিথি পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন- ওয়ার্ড সহ-সভাপতি ও তরুণ উদ্যোক্তা শাকিল আহমেদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মমিনুল ইসলাম, ছাত্র ও যুব ওয়ার্ড সভাপতি আবিদ হাসান শাকিল ও ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রাজু আহমেদ।

দাওয়াতি এ কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দেন পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইন।

১১ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই দাওয়াতি পক্ষ; যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটির নেতা সুজন প্রসাদ বলেন, জামায়াতে যোগদান করার তথ্যটি সঠিক নয়। মূলত কয়েকটি পরিবার তাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম