Logo
Logo
×

সারাদেশ

বই দেখে লেখায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিবসহ ১৩ জনের অব্যাহতি

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম

বই দেখে লেখায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিবসহ ১৩ জনের অব্যাহতি

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠিতে অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কেন্দ্র সচিবসহ ১৩ জন শিক্ষক-পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলার ৫টি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নলছিটি উপজেলার ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী ও ৮ জন শিক্ষক, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন পরীক্ষার্থী, কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসায় ১ জন পরীক্ষার্থী ও ২ জন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩ জন পরীক্ষার্থী ও ৩ জন শিক্ষক এবং রাজাপুর উপজেলার রাজাপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলার ৩১টি কেন্দ্রে মোট ১১ হাজার ৪৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় দিনে ১৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে একজন কেন্দ্র সচিবসহ ১৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম