Logo
Logo
×

সারাদেশ

দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ-নগদ টাকা লুট

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম

দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ-নগদ টাকা লুট

ঢাকার দোহারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙ্গে বাড়ির দ্বিতীয় তলায় ঘরের ভিতর প্রবেশ করে ৮-১০ জনের একটি ডাকাত চক্র।

এ সময় ডাকাতরা মো. শাহজাহানের গলায় ছুরি ধরে তার স্ত্রী আকলিমা আক্তারকে গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলেন। তিনি সব খুলে দিলে ঘরের সবাইকে এক পর্যায় হাত বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা দিতে বলেন।

এ সময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসরাত জাহান ও তাসনিম জাহানের ঘরসহ তিনটি ঘরের আলমারি ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক দুই লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি-ধমকি দিয়ে বলে যান তাদের চিনতে পেরেছেন কিনা? এ সময় বাড়ির সিসি ক্যামেরার ডি বিআর খুলে নেয় ডাকাতরা।

বাড়ির মালিক জয়পাড়ার ব্যবসায়ী আল-জাহান ট্রাভেলস ও আল-জাহান মোটরসের কর্ণধার মো. শাহজাহান জানান, ডাকাতরা ঘরের ভিতর ও বাহিরসহ অন্তত ১০-১২ জন ছিল। জানতে পেরে ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী ছুটে আসে।

দোহার থানার ওসি মো. রেজাউল করিম জানান, ঘটনার সংবাদ পেয়ে এসআই মো. নূরনবীকে পাঠিয়েছিলাম। এ বিষয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম