Logo
Logo
×

সারাদেশ

অর্থ-আত্মসাতের মামলায় ‘ফুল ইভার বিডি লিমিটেডের’ এজিএম গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

অর্থ-আত্মসাতের মামলায় ‘ফুল ইভার বিডি লিমিটেডের’ এজিএম গ্রেফতার

গাজীপুরে হোসেন গ্রুপের সাড়ে ৬ কোটি টাকা ভবন ভাড়াসহ স্থানীয় লেদার ব্যবসায়ী ও ভারতীয় সরবরাহকারীদের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ফুল ইভার বিডি লিমিটেডের এজিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) মো. গাজী মাসুদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৪ এপ্রিল) তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। 

এদিকে অর্থ আত্মসাতের মূলহোতা ও বিদেশে অর্থ পাচারের সহায়তাকারী ‘ফুল ইভার বিডি লিমিটেডের’ সিইও মো. আবু রশিদ সোলায়মান (রাসেল) আত্মগোপনে রয়েছেন। এছাড়া ওই কারখানার চেয়ারম্যান অস্ট্রেলিয়ান নাগরিক রবার্ট হোস্ট হেইন (৬০), ব্যবস্থাপনা পরিচালক চাইনিজ হংকং ও কানাডার নাগরিক কেনেথ ওং বিদেশে অর্থ পাচার করে ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অডিট অফিসার এসএম খালেদ মোস্তফা যুগান্তরকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ছয়দানা হাজীর পুকুর এলাকায় হোসেন গ্রুপ অব ইন্ডাস্টিজের মালিকানাধীন ৮১ হাজার স্কয়ারফিট আয়তনের ভবন ও শেড মাসিক ১৩ লাখ ২৮ হাজার ৯৩২ টাকা ভাড়া নিয়ে অস্ট্রেলিয়ান এবং চাইনিজ হংকং ও কানাডার নাগরিক ‘ফুল ইভার বিডি লিমিটেড’ নামে একটি কোম্পানি গড়েন। তারা বিভিন্ন সমস্যার কথা বলে ভবন ও শেড ভাড়া দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করে ৪৮ মাসের (৪ বছরের) ভাড়া ৬ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ৭৩৬ টাকা বকেয়া রাখেন।

পরে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, উল্লেখিত ভাড়ার টাকা ও স্থানীয় ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মেরে দিয়ে ওই টাকা বিদেশে পাচার করছেন। এতে সহায়তা করছেন ওই কোম্পানির সিইও মো. আবু রশিদ সোলায়মানের (রাসেল) নেতৃত্বে তার অধীনস্থ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। 

তারা আরও জানতে পারেন, ভবন ভাড়া ও স্থানীয় ব্যবসায়ীদের টাকাসহ ফুল ইভার বিডি লিমিটেডের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদি না দিয়েই গোপনে ভবন ও শেডে থাকা মেশিনপত্র, মালামাল ও ব্যবহৃত গাড়ি বিক্রির করে যে কোনো মুহূর্তে বিদেশে চলে যাবেন এবং ব্যবস্থা নেওয়ার আগেই ওই বিদেশি দুই নাগরিক গোপনে দেশত্যাগ করেছেন।

অভিযোগের বিষয়ে ৭ জন পাওনাদার একটি দরখাস্তে ফুল ইভার বিডি লিমিটেডের সিইও মো. আবু রশিদ সোলায়মানকে (রাসেল) প্রধান করে ওই কারখানার চেয়ারম্যান রবার্ট হোস্ট হেইন, ব্যবস্থাপনা পরিচালক কেনেথ ওং ও গ্রেফতার মো. গাজী মাসুদকে আসামি করে গাছা থানায় চলতি সপ্তাহে একটি মামলা দায়ের করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম