Logo
Logo
×

সারাদেশ

মমতাজের সেকেন্ড ইন কমান্ডসহ ৪ আ.লীগ নেতা কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সিংগাইর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৫ পিএম

মমতাজের সেকেন্ড ইন কমান্ডসহ ৪ আ.লীগ নেতা কারাগারে

দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলার আসামি মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সেকেন্ড ইন কমান্ড সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানসহ (ভিপি শহিদ) চার নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। 

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আত্মসমর্পণ করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ আব্দুন নূর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- মমতাজ বেগমের প্রথম স্বামীর আপন ভাগ্নে ‘সেকেন্ড ইন কমান্ড’ নামে পরিচিত সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। 

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, আত্মসমর্পণকারী প্রত্যেকের নামে গত ৪ আগস্ট সিংগাইর ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানোর মামলা ও ২০১৪ সালে সিংগাইর উপজেলা গোবিন্দল গ্রামে পুলিশের গুলিতে ৪ জন হত্যার ঘটনায় পৃথক ৩টি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম