Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে দুই যুবক নিহত

Icon

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৭ পিএম

সুনামগঞ্জে বজ্রপাতে দুই যুবক নিহত

ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঝড়ের সময় গরু আনতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবক এবং ছাতক উপজেলায় আমির উদ্দিন (৩৮) নামে এক হাঁস খামারি বজ্রপাতে নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের পাশে হাওড়ে গরু আনতে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। সেখান থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের অন্য কয়েকজন কৃষক ও যুবক দেখে দৌড়ে এসে তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি যুগান্তরকে  নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। তিনি বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে ছাতকে আমির নামে এক হাঁস খামারি বজ্রপাতে গেছেন। তিনি ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র।

মঙ্গলবার বিকালে ঝড়ের সময় নিজ বাড়ির পাশে খামারের হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম