Logo
Logo
×

সারাদেশ

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়েল মোল্লা (১৫)  নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড় রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়েল বড় রামনাথপুর গ্রামের মোস্তফা মোল্লার ছেলে। তিনি জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওয়েল্ডিং বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে বাবাকে আনতে দুলাভাইয়ের মোটসাইকেল নিয়ে রামনাথপুর বাজারে যান নয়েল। তবে মোস্তফা ছেলের মোটরসাইকেলে উঠতে অনীহা প্রকাশ করে তাকে চলে যেতে বলেন। পরে বাবাকে ছাড়াই বাড়ি ফিরছিলেন তিনি।

নয়েল বড় রামনাথপুর পাকা বাইতুর রহমান জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় এ স্কুলছাত্র। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথেই মারা যায় নয়েল। 

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোনামনি দত্ত বলেন, ‘আহত স্কুলছাত্রের অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।

দোহার উপজেলা ওসি রেজাউল করিম বলেন, পরিবারের কোনো অভিযোগ না  থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম