Logo
Logo
×

সারাদেশ

মাদকসহ ইউপি সদস্য মা ও ছেলে গ্রেফতার

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম

মাদকসহ ইউপি সদস্য মা ও ছেলে গ্রেফতার

কুমিল্লার তিতাসে নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।

পুলিশ বলছে, মা ও ছেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, ‘ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মা এবং ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ইউপি সদস্য চম্পা বেগমের বিরুদ্ধে রয়েছে ১০টি মাদক মামলা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে ৯টি ডাকাতি মামলা রয়েছে। বুধবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিতাস মাদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম