Logo
Logo
×

সারাদেশ

ছাগল বাঁচাতে গিয়ে ডোবায় ভ্যান, নিহত ১

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম

ছাগল বাঁচাতে গিয়ে ডোবায় ভ্যান, নিহত ১

নওগাঁর মহাদেবপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যান রাস্তার পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এতে সিরাজ উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ নিহত ও দুজন আহত হয়েছেন।

বুধবার সকালে খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পেশায় আলু ব্যবসায়ী সিরাজ উদ্দীন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আহতরা হলেন- বেলকুড়ি গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে ছহির উদ্দীন (৭২) ও দেবীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ (৮১)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর বাজারে যাওয়ার জন্য দুই যাত্রীর সঙ্গে ভ্যানে উঠেন সিরাজ। ভ্যানটি খাজুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে রাস্তার ওপর ছুটে আসা একটি ছাগলকে বাঁচাতে যায় ভ্যান চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পাশের ডোবায় উল্টে পড়ে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা আহত হয় ভ্যানের তিনযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম