Logo
Logo
×

সারাদেশ

ডাকাত সর্দার পিয়ালসহ গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:০৬ পিএম

ডাকাত সর্দার পিয়ালসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সর্দার পিয়ালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজম বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— হাবিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে ডাকাত সর্দার পিয়াল(৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০) ও পৌর এলাকার দৈলরবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

পুলিশ বলছে, পিয়ালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, গোপন খবরে সোমবার সন্ধ্যায় হাবিবপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই সহযোগীসহ ডাকাত সর্দার পিয়ালকে গ্রেফতার করা হয়। এ বাহিনীর অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পিয়ালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদকসহ সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সাতদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াল এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী তৈরি করে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী ও মেঘনাঘাট এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছিল। পিয়াল বাহিনীর অত্যাহারে এলাকার মানুষেরা অতিষ্ঠ। এ বাহিনীর অত্যাচারে দৈলরবাগ গ্রামের অনেক পরিবার তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে।

এদিকে পিয়াল ও তার দুই সহযোগীর গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। অনেকে এলাকায় মিষ্টিও বিতরণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দৈলরবাগ গ্রামের একাধিক ব্যক্তি বলেন, পিয়াল ও তার বাহিনীর নির্যাতনে এলাকার অনেক সাধারণ পরিবার তাদের বাড়িঘর ছেড়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বাড়িঘর ফাঁকা পেয়ে পিয়াল ও তার বাহিনীর সদস্যরা একেক দিন একেক বাড়িতে গিয়ে রাত্রিযাপনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম