রাস্তার দাবিতে নিজের ভাই-বোনের বিরুদ্ধে মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম

খুলনার পাইকগাছায় রাস্তার দাবিতে নিজের পাঁচ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সেনাবাহিনীর সাবেক অফিসার শেখ মনির উদ্দীন। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী আদালতে মামলাটি করেন তিনি। কিন্তু বিষয়টি মঙ্গলবার প্রকাশ পায়।
মামলার বাদী শেখ মনির উদ্দীন উপজেলার গদাইপুর গ্রামের মৃত শেখ শাহাবুদ্দিনের
ছেলে।
ভুক্তভোগীর দাবি, পৈতৃক সম্পত্তি
বন্টনের সময় পাঁচ ভাই-বোন রাস্তার পাশেরগুলো নিয়ে তাকে বাগানের জমি দিয়েছেন। তিন বছর
ধরে রাস্তার জায়গা দাবি করলে ওই ভাই-বোনেরা তাকে তা দেয়নি। এর জেরে তিনি মামলা করেছেন।
শেখ মনির উদ্দীন বলেন, বাবা-মায়ের মৃত্যুর জমির ভাগাভাগি হয়। ওই সময়
আমি বাড়িতে ছিলাম না। চাকরির জন্য বাহিরে ছিল। এ সুযোগে ভাই-বোনেরা রাস্তার পাশের সমস্ত
জমি নিয়ে আমাকে বাগানের জয়গা দেয়। বাধ্য হয়ে কবরস্থানের পাশে একটা ঘরে আছি। আমার ঘরের
পাশেই মসজিদের শৌচাগার। মসজিদের ছোট রাস্তা দিয়ে কোনো রকমে আমার পরিবার যাতায়ত করছি।
এ বিষয়ে মনিরের ছোট ভাই সুমন বলেন, ‘ভাই পথ পাবে। তাকে রাস্তা দিতে হবে।
শরীকের প্রায় সবাই বাইরে থাকে। কুরবানি ঈদের পরে সবাই বসে তাকে রাস্তা দেওয়ার ব্যবস্থা
করা হবে।’