Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজি বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম

চাঁদাবাজি বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ। বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের পৌরশহরের বাইপাস চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আখাউড়া স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে। বিক্ষোভকারী চালকরা অটোরিকশা চলাচল বন্ধ করে যাত্রী নামিয়ে দেন।

চালকদের অভিযোগ, আখাউড়া পৌরসভার ইজারাদার নামে প্রতিদিন জোর করে ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোর করে টাকা কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে চালকদের মারধর ও হয়রানির শিকার হতে হয়।

আলাউদ্দিন, সবুজ ও মমিনুলসহ একাধিক চালক বলেন, ‘আমরা গরিব মানুষ, পেটের দায়ে সড়কে গাড়ি চালায়। বাইপাস স্ট্যান্ডে প্রায় ২০০ গাড়ি রয়েছে। আখাউড়া পৌরসভার ইজারাদারের নামে প্রতি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা চাঁদা নেওয়া হয়।’

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘এটা নতুন বাংলাদেশ। ছাত্র-জনতা সবাই মিলে আমরা দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীন দেশে কোনো ধরণের চাঁদাবাজি চলবে না। আমরা কাউকে চাঁদা দিব না।’

এ বিষয়ে আখাউড়া পৌরসভার উপসহকারী (সিভিল) প্রকৌশলী মো. ফয়সেল আহম্মেদ খান বলেন, ‘এটাকে চাঁদাবাজি বলা যাবে না। কারণ, আখাউড়া পৌর কর্তৃপক্ষ পৌরসভার উন্নয়নের জন্য বাইপাস, পুরাতন থানা ও রাজার দিঘী নামে তিনটি স্ট্যান্ড ইজারা দিয়েছে। ওই ইজারাদার টোকেনের মাধ্যমে প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা আদায় করে থাকে।’

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, ‘অটোরিকশা চালক ও ইজারাদারদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম