পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যেই ফেসবুকে প্রশ্ন

বেলকুচি-চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম

পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী সবাই কেন্দ্রে। নিয়মমাপিক সময়মতো শুরু হলো পরীক্ষা। প্রশ্নপত্রও দিয়েছে শিক্ষকরা। কিন্তু পরীক্ষার ২০ মিনিট না যেতেই ঘটে বিপত্তি। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের একটি গ্রুপে আপলোড করা হলো সেই প্রশ্ন। ঘটনাটি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার।
মঙ্গলবার সারাদেশের ন্যায় উপজেলাটি এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা
অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যেই ফেসবুকে ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে
একটি গ্রুপে প্রশ্নপত্রটি আপলোড করা হয়। পোস্টের
ক্যাপশনে পোস্টদাতা লেখেন, ‘পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন
ফাঁস, নকল মুক্ত চৌহালী।’
বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে বেকায়দায়
পরে উপজেলা প্রশাসন। এরপর তাদের তৎপর হলে বেলা ১১টার দিকে গ্রুপ থেকে আপলোডকারীরা ওই
প্রশ্নপত্র সরিয়ে ফেলেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ বাদী
হয়ে চৌহালী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হলে গ্রুপ পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘প্রশ্ন চৌহালী থেকেই আপলোড করা হয়েছে, নাকি অন্য কোনো স্থান থেকে বিষয়টি এখনও নিশ্চিত নই। নিশ্চিত হতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।’
আমাদের চৌহালী গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম সন্ধ্যায় মুঠোফোনে বলেন,
‘সানজিদা নামে ফেসবুক আইডি থেকে মঙ্গলবার সকাল ১০ টা ২০টা মিনিটে এসএসসির প্রশ্ন পোস্ট
করা হয়। পরে ওই অ্যাকাউন্ট থেকে পোষ্ট ডিলিট করা হয়।’
এ বিষয়ে চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি
হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আশা করছি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’