Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

মৃতদের চাচা নাহিদ হোসেন বলেন, শাফিন ও মেহেরিন সকালে খেলা করছিল। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আকবর আলীর পুকুরপাড়ে খুঁজতে গেলে কিনারায় বাচ্চাদের ভেসে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম