Logo
Logo
×

সারাদেশ

চলন্ত অটোরিকশা পুকুরে, নারীর মৃত্যু

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম

চলন্ত অটোরিকশা পুকুরে, নারীর মৃত্যু

ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক থেকে সিএনজিচালিত চলন্ত অটোরিকশা ছিটকে সড়কের পাশের প্রায় ১৫ ফুট নিচের পুকুরে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হয়েছেন রুমা আক্তার (৪৫) তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের মো গোলাম হোসেনের স্ত্রী। 

আহত অটোরিকশাচালক আবুল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর থেকে পাকুন্দিয়ায় যাচ্ছিলাম। বড়হর এলাকায় এসে অটোরিকশাটির গতি কমানোর চেষ্টা করি কিন্তু অটো অটোরিকশাটির ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ নারীর মৃতদেহ উদ্ধার করেছে। আহত স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম