Logo
Logo
×

সারাদেশ

বাড়ির আঙিনায় কাজ করার সময় এক নারীর মৃত্যু

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

বাড়ির আঙিনায় কাজ করার সময় এক নারীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে হাসনা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসনা আক্তার (২১) ওই গ্রামের মো. নুরুল হকের কন্যা।

শেরপুর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিলটন বজ্রপাতে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাসনা আক্তার নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে হাসনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম