Logo
Logo
×

সারাদেশ

৫৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

৫৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বন্দি ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। বুধবার দুপুরে টেকনাফ পৌর শহরের নাফ নদী হয়ে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেরিঘাট দিয়ে তারা ফিরে আসেন।

বিজিবির দাবি, বিজিবির বিচক্ষণতা, আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মিয়ানমার হতে জেলেদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবত আরাকান আর্মি ৫৫ জন জেলেকে আটকে রাখে। ধারণা করা হয় ওই জেলেরা নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন অথবা প্রত্যাবর্তনকালে, ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যলাইন অতিক্রম করার কারণে মিয়ানমারের জলসীমা থেকে নৌকাসহ আটক করে আরাকান আর্মির হেফাজতে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর বুধবার সকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম