ফরিদপুর পলিটেকনিক ছাত্রদের ৬ দফা দাবিতে ট্রেন অবরোধ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর কলেজ বাইতুল আমান রেলস্টেশনের সামনে জড়ো হয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তাদের দাবি পূরণের জন্য।
পরে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন স্টেশনের সামনে এলে তারা ট্রেনটি অবরোধ করে। এতে ৫ থেকে ৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখার পর পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানানোর পর পুলিশ ও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করে নেয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। ট্রেন অবরোধের ঘটনায় পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে পরিস্থিতি শান্ত হয় এবং ছাত্ররা কলেজে ফিরে যায়।
এ ঘটনায় কিছুক্ষণের জন্য যানজট তৈরী হলেও পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নিয়োগ সংক্রান্ত একটি রিটের প্রেক্ষাপটে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঐক্যমতে পৌঁছেছে। তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে এবং আন্দোলন চলবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম, কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা।
