Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে জামাইয়ের মৃত্যু

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে জামাইয়ের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জামাতা শুক্কুর আলীর (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার ১টার দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বাঘলা এলাকার উষা হাউর্জিং প্রকল্পের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মৃত ওই জামাই (কৃষক) শুক্কুর আলীর বাড়ি কালীগঞ্জ পৌরসভার  ৬নং ওয়ার্ড বড়নগর এলাকার মৃত রজব আলীর ছেলে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সততা স্বীকার করে বলেন, তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে উষা হাউজিংয়ের ভেতরের জমিতে কাজ করার সময় বজ্রপাত সংক্রান্ত ঘটনায় তিনি মারা যান। পরে স্থানীয়রা নিহত ওই কৃষকের লাশ উদ্ধার করে মানিকপুর উত্তরপাড়ার শ্বশুরবাড়িতে নিয়ে যান। পরে পরিবারের লোকজন বুধবার বিকালে ওই কৃষকের লাশ তার নিজ বাড়ি কালীগঞ্জে নিয়ে যান।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম