Logo
Logo
×

সারাদেশ

যুবলীগ নেতাকে আটক করায় থানায় বিক্ষোভ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম

যুবলীগ নেতাকে আটক করায় থানায় বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মারধরের মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানায় দায়ের হওয়া একটি মারধরের মামলার ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী মমতাজ আলী মোটরসাইকেলে রানীশংকৈল বাজারে যাওয়ার পথে বারঘরিয়া বাজার এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তাকে মারধর ও ছিনতাইয়ের শিকার হতে হয়। ওই ঘটনায় মতিউর রহমান মতিসহ ১১-১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মতিকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং চারজনকে গ্রেফতার করে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, আইন অনুযায়ী তদন্ত চলছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, চেয়ারম্যানের সমর্থকেরা বেআইনিভাবে থানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বল প্রয়োগ করে।

ঠাকুরগাঁও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম