ফ্যাসিবাদের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের দোসর রয়েছেন: দেলাওয়ার হোসাইন
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের অনেক দোসর রয়েছেন। তারা বিভিন্ন সময় বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দহর ঘোষের বাজার এলাকার ক্ষতিগ্রস্ত মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসাইন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। যারা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পূণর্বাসনের দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার আমির হুমায়ূন কবির, অ্যাভোকেট ফেরদৌস আহমেদ, শিল্পী সালেহীন প্রমুখ।
