Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর শিলের আঘাতে কৃষক দল নেতা নিহত, স্ত্রী-পুত্রবধূ আটক

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম

স্ত্রীর শিলের আঘাতে কৃষক দল নেতা নিহত, স্ত্রী-পুত্রবধূ আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর মসলা বাটার পাথরের শিলের আঘাতে কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সি (৫৫) উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ওবায়দুর মুন্সির স্ত্রী মসলা বাটার পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে বলে অভিযোগে জানা গেছে।

নিহতের ভাই সিরাজুল হক বলেন, ওবায়দুরের সঙ্গে পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে তার স্ত্রী পাথরের শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আমি ভাই হত্যার বিচার চাই।

আলফাডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি প্রস্তুতি চলছে।

ফরিদপুর স্ত্রী শিল আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম